সাংবাদিককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, মামলা পাল্টা মামলা
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : চক্রান্ত করে বাড়িতে ডেকে নিয়ে শিলচরের
এক বৈদ্যুতিন চ্যানেলের সংবাদকর্মী সমীন সেন ডেকাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে সমীন সেন ডেকার স্ত্রী মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে ইটখলা এলাকার বাসিন্দা আবুব মজুমদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করেছেন এজাহার।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার চক্রান্ত করে এক সংবাদ সম্পর্কিত বিষয়ে সমীনকে ডেকে নিয়ে যান নিজ বাড়িতে। সেখানে যাওয়ার পর বিগত দিনে আবুব গ্রেফতার হওয়ার পর কেন সেই সংবাদ প্রচার করেছিলেন একথা বলে সঙ্গী-সাথীদের নিয়ে তাকে মারধর করেন। মারধরের পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে অর্থ দাবি করেছেন বলে জবরদস্তি স্বীকারোক্তি আদায়েরও চেষ্টা করা হয় বলে উল্লেখ করা হয়েছে এজাহারে। পরবর্তীতে পুলিশ তাকে আবুবের বাড়ি থেকে উদ্ধার করে। এদিকে, আবুবের পক্ষ থেকেও পাল্টা এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
এ ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে।