ডিমাপুর থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু আছিমগঞ্জের যুবকের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : হৃদয়বিদারক ঘটনা! ডিমাপুর থেকে আর বাড়ি ফেরা হল না আছিমগঞ্জের এক যুবকের।কানাইবাজারে রেলে কাটা পড়ে করুণ মৃত্যু ঘটল যুবকের। মৃত যুবক আছিমগঞ্জের নলুয়া এলাকার শহিদ আহমদ (৩০)। বৃহস্পতিবার ভোরে কানাইবাজার স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে গেলে এ ঘটনাটি ঘটে। শহিদ আহমদের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আজ, বিকেল ৪ টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। প্রয়াত যুবক ডিমাপুরে টেইলারিঙের কাজ করতেন। পরিবারে রয়েছেন মা, বাবা, স্ত্রী, এক শিশুকন্যা, ভাই ও বোন। নুর উদ্দিনের দুই ছেলের মধ্যে বড় ছেলে শহিদ আহমদ। তবে শহিদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সকালে স্টেশনে মৃতদেহ পাওয়া যায়।

ডিমাপুর থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু আছিমগঞ্জের যুবকের

Author

Spread the News