ইংরেজি নয়া বছর উপলক্ষে দুস্থ ও রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ “আই এ কাদরি”র
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : ইংরেজি নতুন বছর উপলক্ষে দুস্থ ও অসুস্থ রোগীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বেসরকারি সামাজিক সংস্থ “আই এ কাদরি”। বুধবার সকালে সোনাই বিধানসভার অন্তর্গত উত্তর কৃষ্ণপুর জিপির “আই এ কাদরি” বেসামাজিক সংস্থার কিছু সংখ্যক সমাজ দরদী উদ্যমী যুবকেরা শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত রোগী সহ রাস্তায় থাকা অসহায় লোকদের মধ্যে ফলমূল ও জল বিতরণ করেন।
এদিন উপস্থিত সংস্থার সভাপতি ফয়জুল মজুমদার বলেন, তাঁরা ব্যক্তিগত উদ্যোগে ২০২৫ সালের তথা নতুন ইংরেজি বছরের প্রথম দিনে গরীব ও অসহায় রোগীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আগামী দিনে এইভাবে এই সংস্থার মাধ্যমে আরও প্রকৃত সমাজসেবামূলক কাজ করবেন বলে অঙ্গীকারবদ্ধ। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকারিয়া হোসেন, সাদিক বড়ভূইয়া, সজীব লস্কর, বাহারুল বড়ভূইয়া, সামাদ মজুমদার, সাজিমুল লস্কর সহ অন্যান্য সদস্যরা।