মদ্যপ যুবকের অদ্ভুত কাণ্ড, বেমালুম নিজের নাম ও ধর্ম, আটক
![মদ্যপ যুবকের অদ্ভুত কাণ্ড, বেমালুম নিজের নাম ও ধর্ম, আটক মদ্যপ যুবকের অদ্ভুত কাণ্ড, বেমালুম নিজের নাম ও ধর্ম, আটক](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17356294032634508997315320953231-1024x214.jpg)
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : বছরের শেষরাতে অত্যাধিক মদ্যপান করে যুবক তার নাম ও ধর্ম বেমালুম হয়ে যায়। বছরের শেষ রাতে দুর্ঘটনা এড়াতে কাছাড় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। যাতে মদ্যপান করে কেউ যানবাহন না চালান সেজন্য অভিযান। অভিযান চলাকালীন এক অদ্ভুত ঘটনা ক্যামেরায় ধরা পড়ল। শিলচর সদরঘাটে তল্লাশি চলাকালীন অত্যাধিক মদ্যপান করা এক বাইক আরোহীকে পুলিশ আটকালে যুবক তার নাম ও ধর্ম বেমালুম হয়ে যায়। আটক করার পর পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে জানায় তার নাম আরিফ উদ্দিন। মাথায় তিলক দেখে পুলিশ ও সাংবাদিকদের সন্দেহ হলে তার বাবার নামও জানতে চাইলে সে কিছু বিলম্ব করে জানায় আসলাম উদ্দিন বাবার নাম। এরপর পুলিশ তার সঙ্গে থাকা নথিপত্র যাচাই করে দেখতে পায় যুবকের নাম জয়দেব দাস। অবশেষে পুলিশ মদ্যপ যুবককে আটক করেছে।
জয়দেব নাম পরিবর্তনের পেছনে আসলে কি রহস্য তা জানা যায়নি। মুসলিম সম্প্রদায়কে বদনাম করতে না নিজের পরিচয় আড়াল করতে সে তার নাম বদল করে পুলিশকে জানিয়েছে। সেকারণ অন্তর্নিহিত। তবে তার এহেন কাণ্ডে স্তম্ভিত পুলিশ। জয়দেব দক্ষিণ পশ্চিম শিলচরের বাসিন্দা বলে জানা যায়।
![মদ্যপ যুবকের অদ্ভুত কাণ্ড, বেমালুম নিজের নাম ও ধর্ম, আটক মদ্যপ যুবকের অদ্ভুত কাণ্ড, বেমালুম নিজের নাম ও ধর্ম, আটক](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17287589168702792396802858787283-1024x364.jpg)