সোনাইর শ্যামাকালী মন্দিরে কাজের শিলান্যাস বিধায়ক বড়ভূইয়ার
বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : সোনাই শহরের শ্যামাকালী মন্দিরের কম্যুনিটি ভবনের দ্বিতীয় তলার স্ল্যাবের কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। সোমবার বিকেলে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকা ব্যয়ে এ কাজের ফলক উন্মোচন করেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন। এ উপলক্ষে শ্যামাকালী মন্দির উন্নয়ন সমিতির সভাপতি প্রণব মজুমদারের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনাই বিধায়ক আর্থিক সাহায্য করার জন্য শ্যামাকালী মন্দির কমিটির তরফে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন জানান, রাজনীতির উর্ধ্বে ওঠে জাতি-ধর্ম সবাইকে নিয়ে সোনাইয়ে উন্নয়নমূলক কাজ হচ্ছে। মন্দির কমিটির সম্পাদক ভজন সেন সোনাইর বিধায়ককে ধন্যবাদ জানিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন সোনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোককুমার গোয়ালা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিলাল ধর, আওলাদ হোসেন লস্কর, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, বিভাগীয় জেই বিশ্বদীপ চক্রবর্তী, রামেশ্বর শর্মা, সুবিনয় দাস, সোনাই পুরসভার সদস্য নুর আহমেদ বড়ভূইয়া, এসএম দিলোয়ার জাহান লস্কর, বিবাসিস রায় ও রামকৃষ্ণ নাথ প্রমুখ।