মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা নিরাময়ের
বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : শিলচর ‘নিরাময়’ যোগ শিক্ষা সংস্থানের এক প্রতিনিধি দল সোমবার ক্যাবিনেট মিনিস্টার কৌশিক রায়ের সঙ্গে এক বৈঠক করেন। এ দিন সকালে মন্ত্রীর লক্ষীপুরের বাড়িতে যান নিরাময়ের কর্মকর্তারা। ছিলেন এই যোগ শিক্ষা সংস্থার চেয়ারম্যান ডাঃ অজিত কুমার ভট্টাচার্য, উপদেষ্টাদের মধ্যে অমিতাভ রায়, শিবব্রত দত্ত, রসরাজ দাস, বেনুলাল বর্মন সহ ড. তুহিন দেশমুখ্য, রাহুল চক্রবর্তী প্রমুখ।
চেয়ারম্যান সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যোগ শিক্ষার প্রচার-প্রসারে নিরাময়-এর অনবদ্য পথচলার ব্যাপারে বিস্তারিত জানান মন্ত্রীকে। এই সংক্রান্ত নানা পরিকল্পনা নিয়েও কথা বলেন। কৌশিকবাবু সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।
এ দিন, নিরাময়ের তরফে কৌশিক রায়কে উত্তরীয় পরিয়ে ও সম্মান স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। প্রসঙ্গত, নিরাময় এ বছর কর্মশালা, সচেতনতা কর্মসূচি, বিশেষ সেশন এ সব মিলিয়ে অনলাইন ও অফলাইনে প্রায় ১০০ কর্মসূচি করেছে। আর এ সবই বিনামূল্যে। কার্যত, নিরাময়ের যোগ চেতনা অভিযান-এর অঙ্গ হিসেবেই এমন উদ্যোগ নেওয়া হয়ে থাকে। এ দিন আলোচনার সময় এই বিষয়টি সম্পর্কেও মন্ত্রীকে জানিয়েছেন রসরাজ দাসেরা।