কাছাড় ক্যান্সার হাসপাতালে পঞ্চাশ হাজার টাকা দান গৌরির
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : হাইলাকান্দি লক্ষ্মীশহরের ধর্মপ্রাণার মহিলা গৌরী ভট্টাচার্য প্রয়াত স্বামী রমাকান্ত ভট্টাচার্যের স্মৃতিতে কাছাড় ক্যান্সার হাসপাতালের উন্নতিকল্পে ডাক্তার রবি কান্নানের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। উল্লেখ্য, তাঁর স্বামী রমাকান্ত ভট্টাচার্য নিজেও একজন ক্যান্সার রোগী ছিলেন এবং দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে প্রয়াত হন।
গৌরী ভট্টাচার্য জানান, ক্যান্সারের প্রতি মানুষের সজাগতা সৃষ্টি করা খুব জরুরি। সজাগ থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে থাকলে অনেকসময় এই মারণাত্মক রোগ থেকে রক্ষা পাওয়া অনেকাংশে সম্ভব। আসলে ক্যান্সার রোগের চিকিৎসা ব্যয় সাপেক্ষ হওয়ার ফলে অনেকেই তা বহন করতে পারেন না এবং একসময় জীবন শেষ হয়ে যায়। তাই ক্যান্সার রোগীদের সাহায্যে এগিয়ে আসার জন্যে সবাইকে আহ্বান জানান। হাসপাতাল কতৃপক্ষ এই উদ্যোগের সাধুবাদ জানায়।