মান্দারডিসায় লরির ধাক্কায় মৃত্যু আমেরিকান বাইক রাইডারের
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : লামডিং-হাফলং ২৭ নম্বর জাতীয় সড়কে এক ভয়ঙ্কর সড়ক দুৰ্ঘটনায় মৃত্যু ঘটল বিদেশি বাইক রাইডারের। মৃত বিদেশি পৰ্যটক হচ্ছেন আমেরিকার বাসিন্দা বেরি থমসন। শনিবার লামডিং-হাফলং সংযোগী ২৭ নং জাতীয় সড়কের ডিমা হাসাও জেলার মান্দারডিসার ব্লু হিল ধাবার সামনে এই ভয়ঙ্কর দুৰ্ঘটনা সংঘটিত হয়। দুৰ্ঘটনাগ্ৰস্থ রয়েল এনফিল্ড হিমালয়ান বাইকের নম্বর এএচ ১১ এন ০৮০৪।
জানা যায়, দ্রুতগামী পণ্যবাহী লরি বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী বেরি থমসনের৷ বাইক আরোহী বিদেশি পৰ্যটক বেরি থমসন শিলচর থেকে লামডিং অভিমুখে যাওয়ার সময় মান্দারডিসায় এই দুর্ঘটনা সংঘটিত হয়। আমেরিকা থেকে বাইক চালিয়ে ভারত ভ্ৰমণ করছিলেন এই বিদেশি পর্যটক।
এদিকে, দুৰ্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে লামডিং পুলিশ এবং মান্দারডিসা পুলিশ ঘটনস্থলে উপস্থিত হয়ে বাইক আরোহী পর্যটক বেরি থমসন কে উদ্ধার করে লামডিং হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিদেশি বাইক আরোহী বেরি থমচনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।