সোনাবাড়িঘাটে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের শাখার কার্যালয়ের উদ্বোধন
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : সোনাবাড়িঘাটে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের শাখার কার্যালয়ের উদ্বোধন হল। শুক্রবার সন্ধ্যায় সোনাবাড়িঘাটে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্যালয়ের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ চান্দু মিয়া চৌধুরী ও মস্তর আলি লস্কর।
বরাক উপত্যকা তথা সমগ্র উত্তর পূর্বাঞ্চলের পুরাতন এজেন্সি গুলোর মধ্যে অন্যতম এক নাম হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ২০১৬ সালে শিলচর শহর থেকে প্রথম যাত্রা শুরু করে, এখন সোনাবাড়িঘাট, কালাইন, হাইলাকান্দি, শ্রীভূমি ও গুয়াহাটিতে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের শাখা রয়েছে। বরাক থেকে অতি স্বল্প খরচে উমরাহ ও হজ পালন সহ দুবাই ও ইরাক ভ্রমণ করার ভাল সুযোগ রয়েছে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে।
কার্যালয় উদ্বোধনের পর শাখার কর্ণধার মুক্তাদির চৌধুরী (চুন্না) ও আক্তারুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, উমরাহ হজ প্যাকেজ ও হজ প্যাকেজের মধ্যে সুবিধা গুলি রয়েছে ডিলাক্স, সুপার ডিলাক্স, ফাইভস্টার। এতে ডিলাক্স হোটেল মক্কায় ৫০০ মিটারের ভেতরে ও মদিনায় মাত্র ২৫০ মিটারের মধ্যে। সুপার ডিলাক্সে মক্কায় ৩০০ ও মদিনায় ১৫০ মিটারের মধ্যে এবং ফাইভস্টারে মক্কায় হোটেল ক্লক টাওয়ার ও মদিনায় হোটেল রোজ হলিডে এর সুবিধা রয়েছে। তাছাড়া ইরাক জিয়ারত হলিডে প্যাকেজ দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া সহ অন্যান্য দেশে ভ্রমণ করার সুবিধা ও পাসপোর্ট, ভিসা, মানি ট্রান্সফার, ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ট্রেন টিকিটের সুবিধা রয়েছে। ইচ্ছুক ব্যক্তিরা হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সোনাবাড়িঘাট শাখার যোগাযোগ করার আহ্বান জানান তাঁরা।