সোনাই মণ্ডল বিজেপির নয়া সভাপতি অশোক
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : সোনাই মণ্ডল বিজেপির নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন অশোককুমার গোয়ালা। শুক্রবার সোনাই মণ্ডল কার্যালয়ে নতুন সভাপতির নাম ঘোষণা করেন বিজেপির মণ্ডল রিটার্নিং অফিসার অমরেন্দ্র পাল। এনিয়ে আয়োজিত সভায় নতুন সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দলীয় কর্মকর্তারা।
সভায় নতুন সভাপতি অশোক কুমার গোয়ালা দলীয় কাজকর্মে সবার সহযোগিতা কামনা করেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি ভজন সেন, প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা, প্রাক্তন সাধারণ সম্পাদক দিপুকুমার দাস, সংখ্যালঘু মোর্চার জেলার প্রাক্তন সভাপতি বাহারুল ইসলাম বড়ভূইয়া, রামকৃষ্ণ নাথ সহ অন্যান্যরা।
![সোনাই মণ্ডল বিজেপির নয়া সভাপতি অশোক সোনাই মণ্ডল বিজেপির নয়া সভাপতি অশোক](https://baraktaranga.com/wp-content/uploads/2024/12/photogrid_17287589168703574690175241121059-1024x364.jpg)