শিলচর পিএইচই অস্থায়ী কর্মচারীদের অনশন প্রত্যাহার
চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশনে অসুস্থ হয়ে পড়লেন দুইজন_____
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : পিএইচই ডিভিশন ওয়ান এর অস্থায়ী কর্মচারীরা অনশন প্রত্যাহার করলেন। প্রায় ৩৪ ঘণ্টার বৃহস্পতিবার সন্ধ্যায় পর জেলা প্রশাসনের উদ্যোগ এবং বিভাগীয় আশ্বাসে অনশন ধর্মঘট আপাতত প্রত্যাহার করলেন শিলচর সদরঘাট জল সরবরাহ প্রকল্পে কর্মরত জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের অস্থায়ী কর্মীরা। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা এদের ফলের রস পান করিয়ে অনশন ভঙ্গ করান সারা আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালচৌধুরী, পিএইচই ডিভিশন ওয়ান-এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ দেব, এসডিও নবজিৎ পাকিরা প্রমুখ।
এ দিকে, ধরনা চলাকালীন আজ বিধানচন্দ্র দাস ( ৪৫) এবং নিবাস দাস ( ৩৫) অসুস্থ হয়ে পড়েন। এ খবর পেয়ে জয়েন্ট ডিরেক্টর আরবান পিএইচইর চিকিৎসক বুদ্ধদেব নাথকে ঘটনাস্থলে পাঠান, তিনি অসুস্থ দুই জনকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অস্থায়ী কর্মচারীরা জানান, গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন তাঁরা পাননি।এমনকি ১৬ বছর থেকে ক্যাজুয়াল ভাবে কাজ করে আসলেও এখন পর্যন্ত তাঁদের চাকরি স্থায়ীকরণের কোন ব্যবস্থা হয়নি। এসব দাবিতে বুধবার থেকে ৭২ ঘণ্টার ধর্নায় বসেছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমণ্ডল ১-এর ২৬ জন অস্থায়ী কর্মচারী।