স্বয়ং সম্পূর্ণ কালচারাল অ্যাকাডেমি গড়ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : কালচারাল অ্যাকাডেমি গড়তে যাচ্ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার সংস্থার তুলসী দাস বণিক স্মৃতি সভাকক্ষে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। গতবছর ভূমিপূজন করে নিলেও স্পনসরারের অভাবে সেটা আর হয়ে ওঠেনি। এবারে এই জনহিতৈষী কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক আয়কর আধিকারিক সমীরণ ভট্টাচার্য। তিনি তাঁর সদ্য বিয়োগ হওয়া সহধর্মিনী অনিন্দিতা ভট্টাচার্যের স্মৃতিতে নির্মাণ করে দিচ্ছেন স্বয়ং সম্পূর্ণ অ্যাকাডেমি। যা আগামী মার্চ এপ্রিল মাসে পরিপূর্ণতা লাভ করবে বলে আশাবাদী ডিএসএ-র কর্মকর্তারা। সমীরণবাবু এই কাজে ১২ লক্ষ টাকা প্রদানে সম্মতি দিলেও কাজ সমাধা করতে প্রয়োজনে টাকার অঙ্কে বিবেচনা করবেন বলেও জানান।
এদিন কাজের প্রথম কিস্তি হিসেবে ৪ লক্ষ টাকার একটি চেক উপস্থিত কর্মকর্তাদের হাতে তুলে দেন। পুরো কাজে বাজেট রয়েছে কুড়ি লক্ষ টাকা। সভাপতি শিবব্রত দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সাংবাদিক সম্মেলন সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক তথা জেলা ক্রীড়া সংস্থার সাংস্কৃতিক সচিব প্রণব কল্যাণ দে। বিষয়টির রূপরেখা তৈরিতে প্রণববাবুর অবদান রয়েছে। সমীরণবাবুর কাছে স্পন্সরশিপের আব্দার নিয়ে তিনিই গেছেন বা তাকে খুঁজে বের করেছেন। এজন্য সভায় তার প্রশংসা করেন উপস্থিতরা। সভায় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সভাপতি শিবব্রত দত্ত বলেন, রাজ্যের কোন জেলা ক্রীড়া সংস্থায় নিজস্ব কালচারাল অ্যাকাডেমি আছে বলে জানা নেই। শিলচরে এটাই প্রথম।
কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী বলেন, জেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের দিনে সংস্কৃতি চর্চা বন্ধ করে দিয়েছে সরকার। আগে অনেক সাংস্কৃতিক স্কুল বন্ধের দিনে তাতে চলতো। তাই সংস্কৃতির চর্চা এখন অনেকটা কমে গেছে। এই সময়ে জেলা ক্রীড়া সংস্থার সাংস্কৃতিক প্রতিষ্ঠান অনেকটা অক্সিজেন দেবে এখানকার সংস্কৃতিমনস্ক পরিবারের সদস্যদের।
সভায় সচিব অতনু ভট্টাচার্য বলেন, বহু প্রতিক্ষিত এই অ্যাকাডেমি। কালচারাল অ্যাকাডেমির পাশাপাশি একই ছাদনাতলায় টেবিল টেনিসের অ্যাকাডেমিও তারা গড়ে তুলছেন। সেটির খরচা অবশ্য ডিএসএ বহন করবে। প্রসঙ্গত, সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের ক্রিকেট প্যাভিলিয়নের উপরে এই প্রতিষ্টান তৈরি হচ্ছে। এদিন অন্যান্যদের মধ্যে ছিলেন শাখা সচিব (আদার্স) অজয়কুমার রায়।