পুলিশের কাঁদানো গ্যাসে আহত বেশ কয়েকজন সাংবাদিক, প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ

বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : বুধবার কংগ্রেসের রাজভবন চলো অভিযান কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের কাঁদানো গ্যাসে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পুলিশের এহেন কর্মকাণ্ডে বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিবাদে সরব হয়। একই ভাবে তীব্র প্রতিবাদ জানায় শিলচরে কাছাড় ই-মিডিয়া জাৰ্নালিস্ট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সংস্থার কর্মকর্তারা জমায়েত হয়ে কালো ব্যাজ পরিধান করে ঘটনার প্ৰতিবাদ জানান।

পুলিশের এহেন কর্মকাণ্ডের ধিক্কার জানিয়ে শীঘ্ৰেই ঘটনার তদন্তের দাবি জানান সংস্থার কর্মকর্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিজিৎ ভট্টাচার্য, অনিরুদ্ধ লস্কর, জাকির হুসেন, অরূপ নন্দী, আহাদুল হক, সমীর ডেকা, বিক্রম সরকার, সুরজিৎ চক্রবর্তী, রমিজ আহমেদ সহ অন্যান্যরা।

পুলিশের কাঁদানো গ্যাসে আহত বেশ কয়েকজন সাংবাদিক, প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ

Author

Spread the News