শিলচরের সুভাষনগর প্রাইমারি পিএমশ্রী স্কুল পরিদর্শন ডিআই-র
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : জেলা শিক্ষা বিভাগের দায়িত্বভার গ্রহণ করার পর প্রথমবারের মতো শিলচর শহর সংলগ্ন সুভাষনগর প্রাইমারি পিএমশ্রী স্কুলটি কাছাড় ডিআই ইকবাল হুসেন বড়ভূইয়া। বুধবার স্কুলে উপস্থিত হয়ে সেখানের শিক্ষার পরিবেশ সহ বিভিন্ন সমস্যা এদিন সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। এছাড়াও পড়ুয়াদের মধ্যে বিতরণ করা সরকারের মধ্যাহ্ন ভোজন প্রকল্পের গুণগত মান তদারকি করার পাশাপাশি স্কুল পড়ুয়াদের সঙ্গে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলাপ আলোচনা করেছেন ডিআই। পরে স্কুল পরিচালনা কমিটি সহ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে তিনি সুভাষ নগর প্রাইমারি পিএমশ্রী বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডিআই ইকবাল হুসেন বড়ভূইয়া, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয় তুলে ধরে আগামীতে কাছাড়ে শিক্ষার মানদণ্ড নির্ধারণ তথা জেলার বিভিন্ন বিদ্যালয়গুলোর পরিকাঠামো গঠন নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি জাতীয় শিক্ষা নিতীর বিভিন্ন বিষয় তুলে ধরে ছাত্রছাত্রীদের মেধা ও দক্ষতা বিকাশ সহ আগামীতে জেলাজুড়ে শৈক্ষিক পরিবেশকে আরও চাঙ্গা করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার বিকাশ ও প্রচার-প্রসারকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এদিন সুভাষ নগর প্রাইমারি পিএমশ্রী স্কুলের প্রধান অধ্যক্ষ রাজশ্রী ভট্টাচার্য, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশিস দাস, জেলা ডিআই কার্যালয়ের একাউন্টেন্ট ইয়াদূল ইসলাম মজুমদার, বিশ্বজিৎ দত্ত ও প্রণয় দাস সহ স্কুলের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।