মেডিক্যালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, খোঁজ নিলেন পীযূষ

বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : উত্তরপূর্বে বিজেপির পিতামহ তথা প্রবীণ রাজনৈতিক নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ অসুস্থ। বর্তমানে প্রাক্তন মন্ত্রী পুরকায়স্থ মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। বুধবার সকালে তাঁর অসুস্থতার খবর পেয়ে মেডিক্যালে ছুটে যান মন্ত্রী পীযূষ হাজরিকা। মন্ত্রী হাজরিকার সঙ্গে ছিলেন আরেক মন্ত্রী কৌশির রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং রাজ্য কার্যনির্বাহী সদস্য রাতুল শর্মা।

মঙ্গলবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন আগে ৯৪ তম জন্মবার্ষিকী পালন করেন দলীয় কর্মকর্তারা।

মেডিক্যালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, খোঁজ নিলেন পীযূষ

Author

Spread the News