পূর্ব উদালিতে বন্য হাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত বাড়িঘর
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : হোজাই জেলার অধীনে লঙ্কার ৭ নং পূর্ব উদালিতে বন্য হাতিটি তাণ্ডব চালিয়ে যাচ্ছে। জানা যায়, দলছুট একটি বন্য হাতির আক্রমণে পূর্ব উদালিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আকনচন্দ্র নাথের বাড়ির দেওয়াল ভেঙে দেয় হাতি।
রাতে ভাত রান্না করার সময় আকনচন্দ্র নাথের পরিবারের রান্নাঘরের দেওয়াল ভেঙে হাতিটি চলে যায়। আকনচন্দ্র নাথ তখন বাড়িতে ছিলেন না। তার স্ত্রী সঙ্গে সঙ্গে তার দুই সন্তানকে নিয়ে অন্য বাড়িতে ছুটে যান। কোনমতে প্রাণ বাঁচিয়েছেন তারা।
ঘটনার পর বন বিভাগের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। চারদিন আগে এই ঘরে আক্রমণ করে হাতিটি। ছবি প্রতীকী।