নিয়ন্ত্রণ হারিয়ে অল্টো বরাকে ডুবে গেল, মৃত্যু মা ও শিশুকন্যার

আলি চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : চিকিৎসা করে শিশুকে নিয়ে মা-বাবা শিলচর থেকে বাড়ি পৌঁছার সময় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল দু’জনের। নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে অল্টো বাহনটি ডুবে গেলে ১৩ মাসের কন্যাসন্তান ও গৃহবধূর মৃত্যু ঘটে। মর্মান্তিক এবং ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাত সাড়ে এগোরটা নাগাদ বড়খলা অঞ্চলের রায়পুর এলাকায়। বুধবার সাতসকালে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, বড়খলার বুড়িবাইলের বাসিন্দা রইস উদ্দিন তাঁর স্ত্রী ও ১৩ মাসের কন্যাকে নিয়ে শিলচরে চিকিৎসককে দেখাতে এসেছিলেন। রাতে বাড়ি ফেরার পথে তাঁদের অল্টো গাড়িটি রায়পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ থেকে গড়িয়ে বরাক নদীতে পড়লে ডুবে যায়। রইস উদ্দিন গাড়ির গ্লাস ভেঙ্গে বের হলেও স্ত্রী ও শিশু গাড়ির ভেতর আটকে যান। রইস উদ্দিন চিৎকার করলে স্থানীয়রা বের হয়ে গাড়ির কোন সন্ধান পাননি। তাঁকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রইস উদ্দিন চালকের আসনে ছিলেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশসুপার নুমাল মাহাতো দলবল নিয়ে পৌঁছান রাতেই এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী নদীতে তল্লাশি চালায়। তবে রাতে কোন সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ শ্রীকোণার রাখালপুর দ্বিতীয় খণ্ডের ডুবুরি রবিজুল আলি শিশু ও মহিলার নিথর উদ্ধার করেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় মা ও সন্তানের করুণ মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিয়ন্ত্রণ হারিয়ে অল্টো বরাকে ডুবে গেল, মৃত্যু মা ও শিশুকন্যার
Spread the News
error: Content is protected !!