দু’টি বাইক ও একটি স্কুটির সংঘর্ষ, মৃত্যু বিএড পড়ুয়ার শ্রীভূমি জেলায়

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : কলেজ শেষ করে বাড়ে ফেরা আর হল না পাথারকান্দি বিএড কলেজের এক পড়ুয়ার। স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটল বছর ২৫ এর এক কলেজ পড়ুয়া জয়নুল হকের। বাইক ও স্কুটির সংঘর্ষের মধ্যেই আরও একটি বাইক এসে দুর্ঘটনার কবলে পড়ে।  সংঘর্ষে আরও তিন জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ‍্যায় অসম-ত্রিপুরা সীমন্ত ঘেঁষা আকাইদুমে।

মৃত যুবকের বাড়ি কাঁঠালতলির কূর্তি গ্রামে। এই দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাঁঠালতলি ওয়াচ পোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা সিভিল হাসপাতালে প্রেরণ করে।

দু'টি বাইক ও একটি স্কুটির সংঘর্ষ, মৃত্যু বিএড পড়ুয়ার শ্রীভূমি জেলায়
দুর্ঘটনাগ্রস্থ দু’টি বাইক।

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া স্কুটির নম্বর এএস ১০এফ ৬৯৮৫ এবং ক্ষতিগ্রস্ত হওয়া অপর বাইকের নম্বর এএস ১০জি ৩০৫২ ও  এএস ১০এইচ ১১১৫ বাইক উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।

দু'টি বাইক ও একটি স্কুটির সংঘর্ষ, মৃত্যু বিএড পড়ুয়ার শ্রীভূমি জেলায়

Author

Spread the News