বাংলাদেশের বিজয় দিবস পালন ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের

বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গৌরবগাথা, বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করল “ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস”। সোমবার, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনার বিষয় ছিল, “আরেকটি মুক্তিযুদ্ধ কি আসন্ন ?” এ নিয়ে আলোচনায় স্পষ্টভাবে এ কথা উঠে এসেছে একাত্তরের স্বাধীনতাবিরোধী অপশক্তিকে পরাস্ত করতে হলে নতুন করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ফের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। আর এ ব্যাপারে ভারত সরকার তো বটেই, দেশবাসী বিশেষত বরাক উপত্যকার মতো সীমান্ত অঞ্চলের জনগণকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। ফোরাম এ নিয়ে জনচেতনা গড়তে সচেষ্ট থাকবে।

আলোচনাসভায় বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সংযোজক শংকর দে, কবি-সাংবাদিক অতীন দাশ, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা স্মৃতি পাল, সারা অসম বাঙালি পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি হেমাঙ্গশেখর দাস, জেলা সভাপতি দেবজ্যোতি দেব, প্রমথেশ দাস, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সমাজকর্মী অনুপকুমার নাথ, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, অসীম আচার্য, দিলীপকুমার সিং, শিলচর প্রেস ক্লাবের অন্যতম যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার প্রমুখ।

বাংলাদেশের বিজয় দিবস পালন ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের

লোকসঙ্গীত শিল্পী বারীন্দ্রকুমার দাস গেয়ে শোনান রবীন্দ্রসঙ্গীত তথা বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ তাঁর মধুর কণ্ঠের সঙ্গে সুর মেলান সকলেই।

Author

Spread the News