বিস্ফোরক সহ গ্রেফতার যুবক
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : কালাপানী পুলিশ ফাঁড়ি এলাকার বরবিলা আমতেঙ্গা গ্রামে পুলিশ মধ্যরাতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক সামগ্রী বাজেয়াপ্ত করে। বরবিলা আমতেঙ্গা গ্রামের ইজাজুল মিয়া নামে এক ব্যক্তির বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়। জেলা অতিরিক্ত পুলিশসুপার প্রতাপ দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযুক্ত পুলিশের কাছে স্বীকার করেছে যে সে মেঘালয়ের এক গারো যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রীটি ৭০ হাজার টাকায় কিনেছিল।
তবে কী কারণে বিস্ফোরক কিনেছিল তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।