হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বিজেপি নেতা আদবানি
১৪ ডিসেম্বর : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।
অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান নেতা। তড়িঘড়ি তাঁকে দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিনীত সূরির নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।