শিরিষপুর ফায়ারিং রেঞ্জে নিষেধাজ্ঞা
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত শিরিষপুর চা-বাগানে অবস্থিত ফায়ার রেঞ্জে গুলি চালনা মহড়ার জন্য ১৬ ডিসেম্বর থেকে২৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৬ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই ফায়ারিং রেঞ্জের ৫০০ মিটার বরাবর চতুর্দিকের এলাকায় গবাদি পশু নিয়ে জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। হাইলাকান্দি জেলা পুলিশ বাহিনীর গুলি চালনা মহড়ার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।