প্রেমের প্রস্তাবে বারবার প্রত্যাখ্যান, পুড়িয়ে মারল কিশোরীকে
১০ ডিসেম্বর : তিনবছর পর ধরে অপেক্ষা করেছে। প্রেমের প্রস্তাবে বারবার প্রত্যাখ্যান পেয়েও কিশোরীর পিছু ছাড়েনি ২১ বছর বয়সি যুবক। অবশেষে মেজাজ হারিয়ে চরম পদক্ষেপ করল সে। বাড়িতে ঢুকে ১৬ বছর বয়সি কিশোরীকে পুড়িয়ে দিল যুবক। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কিশোরীর।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। পুলিশ জানিয়েছে, নন্দিয়াল জেলায় কিশোরী নিজের ঠাকুরদার বাড়িতে ঘুরতে গিয়েছিল। সেখানেই হামলা করে অভিযুক্ত যুবক। মাঝরাতে বাড়িতে আচমকা প্রবেশ করে। কিশোরীর ঘরে ঢুকে, সেটি ভিতর থেকে বন্ধ করে দেয়। তখন কিশোরীর মুখ চেপে ধরে, তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় কিশোরী। এরপর গায়ে আগুন নিয়ে পালানোর চেষ্টা করে যুবক। তখনই তাকে আটকান আশেপাশের বাসিন্দারা। পুলিশে খবর দিয়ে, তাকে আটকে রাখেন সেখানে। অগ্নিদগ্ধ অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন সে।
পুলিশ জানিয়েছে, যুবক তিনবছর ধরে কিশোরীর পিছু নেয়। বারবার প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু কিশোরী প্রতিবারই প্রত্যাখ্যান করে। অবশেষে মেজাজ হারিয়ে কিশোরীকে পুড়িয়ে মারল সে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
খবর : আজকাল ডট ইন।