যোগ সেন্টার খুলছে শিলচর ডিএসএ, উদ্বোধন ১১ই
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : যোগ সেন্টার খুলতে যাচ্ছে শিলচর ডিএসএ। আগামী ১১ ডিসেম্বর হবে এর আনুষ্ঠানিক উদ্বোধন। সোমবার সংস্থার তুলসী দাস বণিক স্মৃতি সভাকক্ষে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য, ফিজিক্যাল শাখা সচিব মিঠুন রায়, সহ-সচিব (প্রশাসন) দেবাশিস সোম, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, সহ-সচিব আদার্স অজয় কুমার রায় ও ক্রীড়া সচিব মেজর অরিজিৎ গুপ্ত।
মিঠুন রায় জানান, অনেক প্রতিক্ষার পর অ্যাকাডেমির ন্যায় যোগ সেন্টার করতে যাচ্ছেন তারা। আপাতত ডিএসএ-র জিম সেন্টারে প্রতি রবিবার সকাল ও বিকাল ৩টি করে মোট ৬টি সেশন এবং মঙ্গল ও বৃহস্পতিবার প্রতিদিন সকাল এবং বিকেল ২টি করে মোট ৪টি সেশন অনুষ্ঠিত হবে। রবিবার জিম সেন্টার সাপ্তাহিক বন্ধ থাকে, সেজন্য এর ভেতরে রবিবার সকাল ৬টা থেকে এক ঘন্টা করে ৩টি অধিবেশন ও সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা পর্যন্ত ১ ঘন্টা করে আরও তিনটি অধিবেশন হবে। বাকি দুদিন একি হারে ৪টি করে দুদিন (দু’টি করে সকাল ও সন্ধ্যায়) অনুরূপ ৬টা থেকে একঘন্টা করে অধিবেশন হবে। মঙ্গল ও বৃহস্পতিবারের অধিবেশন হবে স্টেডিয়ামের গ্যালারি ও সুবিধামতো মাঠে।
যোগ কেন্দ্রে ভর্তির ক্ষেত্রে বয়সের কোন মাপকাঠি নেই। ভর্তি ফি ধার্য করা হয়েছে ১ হাজার টাকা। মাসিক ফি পাঁচশত টাকা। সচিব অতনু ভট্টাচার্য জানান, যোগ প্রশিক্ষণার্থীদের নিজ নিজ যোগ পোশাক নিয়ে আসতে হবে। সংস্থার পক্ষে দেয়া হবে আই কার্ড। আপাতত, যারা প্রথমে ভর্তি হবেন তাদেরকে প্রাধান্য দেয়া হবে। সপ্তাহের তিন দিনের এই যোগ সেন্টারে প্রশিক্ষকের ভুমিকা পালন করবেন চন্দন দেব। প্রশিক্ষণার্থীদের সংখ্যা বাড়লে প্রশিক্ষক বাড়ানোর চিন্তা ভাবনা করা হবে বলে জানান অতনু ভট্টাচার্য।