মন্ত্রীসভার দফতর রদবদল, কৌশিক খাদ্য ও গণবণ্টন, কৃষ্ণেন্দু মৎস
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : নয়া চার মন্ত্রীকে দপ্তর বণ্টন সহ মন্ত্রীদের বিভাগ রদবদল করা হল। নয়া চার মন্ত্রীর মধ্যে খাদ্য, গণবণ্টন এবং মিনারেলস, ও বরাক উন্নয়ন বিভাগের দায়িত্ব পেলেন কৌশিক রায়। কৃষ্ণেন্দু পাল পশুপালন, মৎস্য বিভাগ, পূর্ত বিভাগের প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনার দায়িত্বে রয়েছেন। প্রশান্ত ফুকন পেয়েছেব শক্তি, নিয়োগ, দক্ষতা বিভাগ, মেডিক্যাল শিক্ষা এবং রূপেশ গোয়ালা শ্রম কল্যাণ বিভাগ, হোম (জেল, হোম গার্ড)।
বাকি মন্ত্রীদের পোর্টফোলিও হল।
ড০ হিমন্ত বিশ্ব শর্মা : গৃহ বিভাগ, পূর্ত, মেডিক্যাল শিক্ষা।
পীযূষ হাজরিকা : তথ্য ও জনসংযোগ বিভাগ, জল সম্পদ বিভাগ।
জয়ন্ত মল্ল বরুয়া : হাউজিং এবং নগর বিষয়ক বিভাগ, পিএইচই।
ডাঃ রণোজ পেগু : শিক্ষা বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ।
রঞ্জিতকুমার দাস : পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, পর্যটন বিভাগ, সাধারণ প্রশাসনিক বিভাগ।
কেশব মহন্ত : রাজস্ব ও তহবিল সংগ্রহ বিভাগ, তথ্য ও প্রযুক্তি বিভাগ
বিমল বরা : সংস্কৃতি বিষয়ক বিভাগ, শিল্প।
চন্দ্রমোহন পাটোয়ারী : সংসদ বিষয়ক বিভাগ, পরিবেশ ও বন বিভাগ।
অতুল বরা : কৃষি, আবগারি, শিল্প, শস্য, আসাম চুক্তি বিভাগ।
অজন্তা নেওগ : অর্থ বিভাগ, মহিলা ও শিশু কল্যাণ বিভাগ।
নন্দিতা গারলোসা : ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ, পূর্ত (জিএডি)।
যোগেন মহন : পরিবহন বিভাগ, পার্বত্য এলাকা উন্নয়ন ইত্যাদি।অশোক সিংহল : স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ এবং সেচ বিভাগ।
উরখাও ব্রাহ্ম: তাঁত বস্ত্র বিভাগ।