বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক স্নিগ্ধা দাস রায়কে সম্মাননা প্রাক্তনীদের
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : অধ্যাপক ড. স্নিগ্ধা দাস রায়কে সম্মান জানালো সংস্কৃত বিভাগের প্রাক্তনীরা। শনিবার ড. দাসকে সম্মাননা জানানো হয়। ৪০ বছরেরও বেশি সময় ধরে উচ্চ শিক্ষায় তাঁর অসাধারণ অবদানের জন্য সম্মানিত করা হয়। প্রাক্তন ছাত্ররা তাঁকে একটি শংসাপত্র এবং শারাই-সাফুরা প্রদান করে সংস্কৃত শিক্ষার ক্ষেত্রে তার অমূল্য দিকনির্দেশনা, উৎসর্গ এবং আজীবন প্রতিশ্রুতিকে সম্মান জানায়। তিনি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সংস্কৃত শিখতে উৎসাহিত করতে আঞ্চলিক বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিতে সংস্কৃত সম্পর্কে সচেতন করতে সচেষ্ট থাকবেন। এ দিনের অনুষ্ঠানে ১৯৯৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংস্কৃত বিভাগের প্রাক্তনীরা সমবেত হন। তাঁদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, স্নিগ্ধা দাস রায় ১৯৮৪ সালে রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসাবে শিক্ষকতার যাত্রা শুরু করেন এবং ১৯৯৫ সালে আসাম বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হন। সেখানে তিনি তাঁর নিরলস কর্মদক্ষতার দ্বারা এই প্রজন্মের ছাত্র, পণ্ডিত ও সংস্কৃতানুরাগীদের অনুপ্রাণিত করেছেন।