ইয়াবা ট‌্যাব‌লেট সহ আটক এক বক্তি কটাম‌ণি‌তে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য  পেলো পাথারকান্দির বাজারিছড়া থানার পুলিশ। জানা গেছে, গোপন সূত্রেরভিত্তিতে রা‌তে বাজারিছড়া থানার ও‌সি নিলভ‌জ্যো‌তি নাথ  দলবল নি‌য়ে কটাম‌ণির লঙ্গাই নদীর পশ্চিম পারের ছলামনা এলাকার চা‌মেলা গ্রা‌মের বাবুল আলি না‌মের এক ব‌্যক্তির বা‌ড়ি‌তে হানা দেন। তার ঘরে তল্লা‌শি চা‌লি‌য়ে প‌্যা‌কে‌টে মুড়া
দু’হাজার ট‌্যাব‌লেট বা‌জেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি গৃহকর্তা‌কে আটক ক‌রা হয়। উদ্ধার করা ট্যাবলেটের কালোবাজারে মূল্য দশ লক্ষ টাকার মতো হবে বলে পু‌লি‌শে জা‌নি‌য়ে‌ছে।ধৃত ব‌্যক্তি‌র বিরুদ্ধে পুলিশ এন‌ডি‌পিএস ধারায় একটি মামলা রজু করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। ধৃতকে রা‌তে থানায় আট‌কে রে‌খে টানা টানা জিজ্ঞাসাবাদ শেষে র‌বিবার শ্রীভূমি জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ ক‌রা হয়। আতাল‌তের নি‌র্দেশে এদিনই ধৃ‌তের ঠাঁই হয় জেল হাজ‌তে।

জানা গে‌ছে, মাদক সহ আটক ব‌্যক্তি‌ ঝের‌ঝে‌রি জি‌পির বি‌জে‌পি সংখ‌্যালঘু নেতা আজমত আলির সহোদর।‌ সে দীর্ঘদিন ধ‌রে বৃহত্তর এলাকায় মাদকের রমরমা কারবার চা‌লি‌য়ে আস‌ছিল ব‌লে অ‌ভি‌যোগ রয়ে‌ছে।

Author

Spread the News