শিলচরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘জ্ঞান উৎসব’ অনুষ্ঠিত

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : শিলচরে অনুষ্ঠিত হলো জেলাস্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘জ্ঞান উৎসব ২০২৪’। রবিবার শাতাত্য ফাউন্ডেশন এবং শ্রী আধি টিভিএস-এর যৌথ উদ্যোগে ডিএসএ ময়দানে অনুষ্ঠিত হলো জেলাস্তরের এই মেগা চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি। প্রতিযোগিতায় প্রায় ২৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুরুতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার গুণসিন্ধুজি মহারাজ, শ্রীআধি টিভিএস-এর স্বত্বাধিকারী সিদ্ধার্থ শেখর দত্ত, ডিএসএ-র সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য এবং নবরুণ সাংস্কৃতিক সংস্থার মণি ভট্টাচার্য, রুদ্র নারায়ণ গুপ্ত, ডাঃ শর্মিষ্ঠা ভট্টাচার্য প্রমুখ।

শিলচরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘জ্ঞান উৎসব' অনুষ্ঠিত

মুখ্য অতিথি মহারাজ বলেন,এই রকম সৃজনশীল অঙ্কন প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে এই অঞ্চলের চিত্রশিল্পীদের উৎস প্রদান করবে নিশ্চয়ই। তিনি মা-বাবা ও শিক্ষকদের সম্মান সহ নিজের মাতৃভূমি ও ভাষাকে সম্মান ও মর্যাদা দেওয়ার বিষয়ে আলোকপাত করেন। বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে শংসাপত্র প্রদান করা হয়।

প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে  শাতাত্য ফাউন্ডেশনের পরিচালক সৌমেন নাথ, সাংস্কৃতিক সম্পাদক কল্পতরু দাস, সভাপতি সৌরভী নাথ এবং সদস্য রাজদীপ দেবরায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News