বেহাল সড়ক সংস্কারের দাবিতে অবরোধ কদমতলায়
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : আবারও বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন উত্তর ত্রিপুরা কদমতলার একাংশ জনতা। শুক্রবার তাঁরা রানিবাড়ি যাওয়ার মূল সড়কের উপর কদমতলা থানা রোড এলাকায় অবস্থিত পুরনো পূর্ত দপ্তর অফিস কার্যালয়ের সামনে অবরোধ গড়ে তোলে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত ভারী ও ওভার লোড মালবাহী ডাম্পার ও টিপারের চলাচলের কারনে কদমতলা কুর্তি বিধানসভার বেশ কয়েকটি রাস্তার বেহাল দশা দেখা দিয়েছে। শএতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।বিষয়টি বার কয়েক ভিভাগীয় কর্তৃপক্ষ সহ পঞ্চায়েত নেতাদের নজরে আনা হলেও নিটফল শূণ্য।ভাঙ্গা সড়কের ফলে প্রায় প্রতিদিঢ়ন ছোট-বড় যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।এদিনের এই প্রতিবাদী কার্যসূচীতে এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও গাড়ি চালকদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করতে দেখা গেছে।
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক অবরোধের খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। কয়েক ঘণ্টা অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং রাস্তা নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা। পরবর্তীতে তাদের আশ্বাসে অবরোধ মুক্ত হয়।