শ্রীভূমির নাম উজ্জ্বল করল দীক্ষা,এপিএসসি পরীক্ষায় অষ্টম স্থানে
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : অসম লোকসেবা আয়োগের পরীক্ষায় অষ্টম স্থান দখল করেছে শ্রীভূমি জেলার দীক্ষা সরকার। দরিদ্র পরিবারের দীক্ষা ছোটবেলা থেকেই পড়াশুনায় ভালো। পিতৃহারা দীক্ষা শহরের মহর্ষি বিদ্যামন্দির থেকে মাধ্যমিক উত্তীর্ন হওয়ার পর গুয়াহাটিতে পাড়ি দেন। সেখানে পড়াশুনা করতে থাকা অবস্থায় আসাম লোকসেবা আয়োগের পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন।
এব্যাপারে তার মা বেবি সরকার জানিয়েছেন, দীক্ষা ছোটবেলা থেকেই খুব ঈশ্বর বিশ্বাসী। শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতি অগাধ বিশ্বাস, ভক্তি শ্রদ্ধা তার। মাধ্যমিক উত্তীর্ন হওয়ার পর প্রথমে দীক্ষা বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন। সেসময় শ্রীশ্রী ঠাকুরের উত্তরসূরি অভিনদাদা তাকে গুয়াহাটিতে এসে পড়াশুনা করতে পারেন। সে নির্দেশ অনুযায়ী গুয়াহাটিতে পড়াশুনা করতে আসেন দীক্ষা। এরপর ইউপিএসসি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু অভিনদাদা পুনরায় তাকে বাধা দেন। বলেন আসাম লোকসেবা আয়োগের পরীক্ষার প্রস্তুতি নিতে। এমনকি তিনি নিজে দীক্ষার পথ প্রদর্শক হিসেবে ছিলেন। সহায়তা করেছেন। ফলে আজ সাফল্য হয়েছেন দীক্ষা। মেয়ের এই সাফল্যে উৎফুল্লিত অঙ্গনওয়াড়ি কর্মী মা বেবি সরকার। শহরের ডাক বাংলো রোডের এক ভাড়া বাড়িতে থাকেন তিনি।
![শ্রীভূমির নাম উজ্জ্বল করল দীক্ষা,এপিএসসি পরীক্ষায় অষ্টম স্থানে শ্রীভূমির নাম উজ্জ্বল করল দীক্ষা,এপিএসসি পরীক্ষায় অষ্টম স্থানে](https://baraktaranga.com/wp-content/uploads/2024/12/photogrid_17216827863795946058647546551114-1024x657.jpg)