মন্ত্রীর খবর পেয়ে বাজি ফাটিয়ে উল্লাস কৃষ্ণেন্দুর স্ত্রীর, পাথারকান্দিতে খুশির জোয়ার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে রাজ্যের মন্ত্রিসভায় স্থান করে নিলেন পাথারকান্দির টানা দু’বারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এতে খুশীর শ্রীভূমি জেলা পাথারকান্দি রামকৃষ্ণনগর উত্তর করিমগঞ্জ, দক্ষণ করিমগঞ্জ ও বদরপুর বিধানসভার দলীয় কর্মকর্তা সহ অনেকেই। আনন্দে নিজে বাজি ফাটিয়ে উল্লাস বিধায়ক সহধর্মিণীর। বৃহস্পতিবার  বিকালে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বৃহত্তর পাথারকান্দি কেন্দ্রের সর্বত্র দলীয় কর্মী সমর্থক মহলে এক আনন্দের জোয়ার বইছে। এদিন সন্ধ্যায় বিধায়ক কৃষ্ণেন্দু পাথারকান্দি মণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় কার্যকর্তাদের সঙ্গে মিলিত হন। বিধায়ক পত্নী মধুমিতা পালকে বাজি ফাটিয়ে উল্লাস করতে দেখা যায়।

একই ভাবে বাজারিছড়াতে দলীয় কর্মীরা বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন। তাঁরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে আনন্দ জাহির করেছেন। পরে এ ম‌র্মে কথা বলতে গিয়ে বালিপিপলা জিপির প্রাক্তন সভাপতি মিলনকুমার দাস বলেন, আজ পাথারকান্দির জন্য নতুন ইতিহাস সৃষ্টি হল। আমাদের বিধায়ক মন্ত্রী হতে চলেছেন। তাই লোয়াইরপোয়া মণ্ডলের সকল কার্যকর্তা অনেক খুশি। আগামীদিনে আমরা আরও এগিয়ে যেতে পারবো। পরিশেষে তিনি মুখ্যমন্ত্রী হিমন্তকে ধন্যবাদ জানিয়েছেন।

মন্ত্রীর খবর পেয়ে বাজি ফাটিয়ে উল্লাস কৃষ্ণেন্দুর স্ত্রীর, পাথারকান্দিতে খুশির জোয়ার

এদিন বাজারিছড়া নেতাজি সংঘের সাধারণ সম্পাদক অমিত দেব ভাবী মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে কালাছড়া বাজার এলাকায় দলীয় কর্মীরা লাড্ডু বিতরণ করেছেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলীয় কার্যকর্তা অলক দে, অনুপ দে, সিদ্ধার্থ দাস,রাজকুমার দাস, দেবু দে, পৃথিষ দাস, পাপাই নাগ, পার্থ নাগ, রতন চক্রবর্তী, অনুপম মালাকার, বিধুর সিংহ প্রমুখ।

মন্ত্রীর খবর পেয়ে বাজি ফাটিয়ে উল্লাস কৃষ্ণেন্দুর স্ত্রীর, পাথারকান্দিতে খুশির জোয়ার

Author

Spread the News