বৈষ্ণব সমিতির বিশাল মিছিল শিলচরে
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : চিন্ময় প্ৰভু মুক্তি সহ হিন্দু নিৰ্যাতন বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশাল মিছিল বের করল বরাক উপত্যকা বৈষ্ণব সমিতি। বৃহস্পতিবার শিলচর শহরে
শতাধিক বৈষ্ণর ধৰ্মের মহিলা পুরুষ হাতে প্লে কাৰ্ড নিয়ে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত করে। শ্লোগান দিয়ে মুখরিত হয় গোটা শিলচর শহর।
মহিলারা হুঙ্কার দিয়ে বলেন, চিন্ময় প্ৰভু যদি মুক্তি না দেওয়া হয় এবং হিন্দু নিৰ্যাতন যদি বন্ধ না করা হয় তাহলে প্ৰয়োজন হলে মা দুৰ্গা মতো হাতে অস্ত্ৰ নিয়ে মাঠে নামবেন তাঁরা।