গো-মাংস নিষিদ্ধ করার সিদ্ধান্ত হিমন্ত সরকারের মন্ত্রিসভায়
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : এ বার রাজ্যে গো-মাংস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল মন্ত্রিসভায়। বুধবার দিল্লিতে অসম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, তিন বছর আগে গো-মাংসের বেচাকেনা এবং খাওয়ার ওপর যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল আইন করে, সেটাই এবার সম্প্রসারিত হলো সমগ্র রাজ্যে।
চলতি আইনে বলা হয়েছে, মঠ-মন্দির-সত্রের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরুর কিলোমিটারের মতো কোনও শর্ত নেই। অসমের কোথাও হোটেল, রেঁস্তোরাগুলো গ্রাহকদের গো-মাংস পরিবেশন করতে পারবে না। এমনকি সামাজিক কোনও অনুষ্ঠানেও গো-মাংস খাওয়া কিংবা খাওয়ানো চলবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।