কারাগারে বন্দির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : একটি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লখিমপুর জেলা কারাগারে। বুধবার কারাগারের ভেতর থেকে উদ্ধার হয়েছে একটি মৃতদেহ। জানা যায়, কারাগারের ভেতরেই আত্মহত্যা করেছে এক বন্দি। বন্দীর নাম পবন বরুয়া। নিহত পবন বড়ুয়া ঢাকুয়াখানা সদর থানার নারায়ণপুর চাপরি গ্রামের মৃদুল বরুয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই যুবক কারাগারের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনা প্রসঙ্গে বুধবার বিকেল পর্যন্ত নিহতের বাবা ও স্বজনদের কিছু জানায়নি কারা কর্তৃপক্ষ। নিহতের স্বজনরা জানিয়েছেন, তারা মঙ্গলবার তাকে দেখতে গিয়েছিলেন। তারা জানান, পবন বরুয়া সুস্থ ও স্বাভাবিক ছিলেন, বুধবার যখন তার স্বজনরা তাকে খাবার সামগ্রী দিতে জেলা কারাগারে আসেন তখন তাকে আর দেখতে দেওয়া হয়নি। দীর্ঘদিন অপেক্ষার পর কারাগারের একটি সূত্র কারাগারে আসা স্বজনদের এ মর্মান্তিক ঘটনার কথা জানায়।

কারাগারে বন্দির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

উল্লেখ্য, নিহত পবন (৩০) ঢাকুয়াখানা সদর থানা অধীন সোনারী চাপড়ীর নাবালিকা স্ত্রী দেবলীনা সোনোয়ালকে পুড়িয়ে মারার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ভারতীয় দণ্ডবিধির ধারা 498(a) এবং 304(b) এর অধীনে গ্রেফতার করা হয়েছে এবং ঢাকুয়াখানা সদর থানায় নং 31/2024 নং মামলার অধীনে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পবন, যিনি খুব স্বাভাবিক এবং সুস্থ ছিলেন, কারাগারের ভিতরে কী পরিস্থিতিতে আত্মহত্যা করেছিলেন, কেন এবং কীভাবে তা পরিবারের মধ্যে রহস্য রয়ে গেছে।

Spread the News
error: Content is protected !!