হাইলাকান্দিতে ৩০ জন দিব্যাঙ্গকে সংবর্ধনা
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : হাইলাকান্দি জেলায়ও মঙ্গলবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস পালন করা হয়। এই উপলক্ষে জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে হাইলাকান্দি শহরের ১০ নম্বর ওয়ার্ড গাছতলার সমাজ কল্যাণ বিভাগের পরিচালনাধীন প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র “রিয়েল হোমে” আয়োজিত এক সভায় ৩০ জন দিব্যাঙ্গজনকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সমাজ কল্যাণ বিভাগের ডিপিএম রজত চক্রবর্তী প্রতিজন দিব্যাঙ্গ ব্যক্তিকে মানবসম্পদ হিসেবে উল্লেখ করে তাদের অধিকার এবং সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে কাজ করে যাবার আবেদন জানান।
এছাড়া রিয়াল হোম থেকে এক শোভাযাত্রা বের করা হয়। দিব্যাঙ্গজনদেরকে সহায়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই শোভাযাত্রাটি শহরের এস কে রায় সিভিল হাসপাতাল পর্যন্ত পরিক্রমা করে। দিনটি পালন উপলক্ষে শহরের তিনটি বাস স্ট্যান্ডে দিব্যাঙ্গজনদের সরকারি সহায়তা পেতে যে সরকারি আইডেন্টিটি কার্ড দেওয়া হয়, সে সম্পর্কে সচেতনতার জন্য প্রচার পত্র বিল করা হয়।