দুই ভাগ আহলে সুন্নত, ২৪ ঘণ্টায় দু’টি কমিটি গঠন
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : ২৪ ঘণ্টায় দু’টি কেন্দ্রীয় কমিটি গঠন আহলে সুন্নত ওয়াল জামাতের। শনিবার হাইলাকান্দিতে কমিটি গঠনের পর ঘটা করে রবিবার রাতাবাড়ি নিজামিয়া টাইটাল মাদ্রাসায় আরও একটি কমিটি গঠিত হল। এতে পরিষ্কার ফের আহলে সুন্নত ওয়াল জামাত দুই ভাগে বিভক্ত হল। রবিবার নিজামিয়া টাইটাল মাদ্রাসায় অনুষ্ঠিত হয় উত্তরপূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সভা৷ সকাল ৯টায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷

এরপর মওলানা আব্দুল জলিল নিজামির পৌরহিত্যে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সভা৷ এতে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের নবগঠিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি কাছাড়ের মওলানা আনোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক বাজারঘাটের মওলানা বদরুল হক খান, কার্যকরি সভাপতি হোজাইর মওলানা মুবশ্শির আলি, দুজন সহ-সভাপতি যথাক্রমে ত্রিপুরার সৈয়দ বেলায়েত হোসেন ও লাতুর সৈয়িদ ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক কাছাড়ের মাশুক আহমেদ সহ ২৯ সদস্যের নাম প্রকাশ করেন মওলানা আব্দুল জলিল নিজামি৷ মুখ্য উপদেষ্টা হিসাবে মনোনীত হয়েছেন রাতাবাড়ির মওলানা আব্দুল জলিল নিজামি৷ এছাড়া উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সৈয়দ মুস্তাক আহমেদ মদনি, সৈয়দ জুনাইদ আহমেদ মদনি, শাহসূফি জমিল্লুন্নবী চৌধুরী, মওলানা মবরুর আহমদ বড়ভূইয়া, মওলানা মুস্তাক আহমেদ, আতিকুর রহমান চৌধুরী, শামসুজ্জামান চৌধুরী এবং কাজি মইন উদ্দিন প্রমুখ৷ প্রকাশ্য অধিবেশনে ৬টি গুরুত্ব পূর্ণ প্রস্তাব পাঠ করেন মওলানা বদরুল হক খান৷ সভায় ২ নভেম্বর কতিপয় সদস্য কর্তৃক যে সাধারণ সভায় এডহক কমিটি গঠিত হয়েছিল৷ সে কমিটিকে অসাংবিধানিক আখ্যা দেওয়া হয়৷

এ দিকে, শনিবার হাইলাকান্দি শহরের আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসায় আসাম, ত্রিপুরা,মণিপুর, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড সহ সাত রাজ্যের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত বর্ধিত সভায় ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির সর্বসম্মতিক্রমে ফের উত্তরপূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির মূখ্য উপদেষ্টা মনোনীত হয়েছেন জামাতের নিবেদিত প্রাণপুরুষ তথা বিশিষ্ট ইসলামি পণ্ডিত আল্লামা সারিমুল হক লস্কর। জামাতের নয়া সভাপতি মনোনীত হয়েছেন ড. মওলানা সৈয়দ আব্দুল নুর। হিজিমের সৈয়দ মওলানা হিফজুর রহমান মিশকাত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। কমিটির কার্যকরী সভাপতি মনোনীত হয়েছেন মওলানা আব্দুল ওয়াহিদ। উপসভাপতি মনোনীত হয়েছেন প্রখ্যাত ইসলামি বক্তা মওলানা মুকিবুর রহমান আজহারি, মাশুক আহমেদ লস্কর,আলহাজ সিরাজ উদ্দিন বড়ভূইয়া।কমিটির যুগ্মসম্পাদক মনোনীত হয়েছেন মওলানা আহমেদ আলি মজুমদার, কারি মুবেশ্বর আলি আজমগড়ি, মওলানা নজির হুসেন মজুমদার। সহসম্পাদক মনোনীত হয়েছেন রাজন আহমদ মজুমদার, মওলানা এমাদ উদ্দিন,মওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী।

প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন সাহেবজাদা মওলানা ফয়েদ আহমদ লস্কর। সৈয়দ এসএম সাদিক আহমদ কার্য্যালয় সম্পাদক মনোনীত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন হাফিজ আব্দুল হান্নান, মওলানা আব্দুল হেলিম, মওলানা বদরুল হক লস্কর।কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন মকসুদ আহমদ বড়ভূইয়া, কারি মওলানা নজরুল ইসলাম, আইনজীবী মন্নান লস্কর,মওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী। এডিটর মনোনীত হয়েছেন আব্দুল সালাম বড়ভূইয়া, মওলানা তাজ উদ্দিন বড়ভূইয়া এবং আলিম উদ্দিন।উপদেষ্টা মনোনীত হয়েছেন মওলানা আব্দুল হক,জমির উদ্দিন, সৈয়দ মুফিদুল ইসলাম এবং মহি উদ্দিন।মিজোরাম থেকে সদস্য মনোনীত হয়েছেন মায়াজুল আলি, অমিল হুসেন, অরুণাচল প্রদেশ থেকে সাহাব উদ্দিন, বাহার উদ্দিন, মণিপুর থেকে মওলানা তমিজ উদ্দিন, মিনহাজ উদ্দিন, মেঘালয় থেকে সামস উদ্দিন, রিবুল হুসেন, নাগাল্যান্ড থেকে নকিব আহমদ চৌধুরী এবং ত্রিপুরা থেকে কমিটির সদস্য মনোনীত হয়েছেন সৈয়দ মওলানা হেদায়েতুল্লা, ফরমান আলি।