নেশা মুক্ত ভারত অভিযানের সচেতনতামূলক র্যালি শিলচরে
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : মিনিস্ট্রি অব সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টের উদ্যোগে কাছাড় জেলা প্রশাসন ও জেলা সমাজকল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় কাছাড় জেলায় নেশা মুক্ত ভারত অভিযানে কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা স্তরের সচেতনতা বৃদ্ধির জন্য এক র্যালির আয়োজন করা হয়। শনিবার সবুজ পতাকা দেখিয়ে নেশা মুক্ত ভারত অভিযানে সচেতনতা মূলক র্যালির শুভারম্ভ করেন ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব , আইএএস, এছাড়াও অ্যাসিস্টেন্ট কমিশনার তথা ভারপ্রাপ্ত জেলা সমাজকল্যাণ অফিসার অঞ্জলি কুমারী সহ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যালি কাছাড় জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে অফিসপাড়া, দেবদূত, সেন্ট্রাল রোড, নংরসিটোলা, পার্ক রোড, হয়ে শিলচর ক্রীড়া সংস্থার সম্মুক্ষে এসে শেষ হয়। এতে মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ, জেলা সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সাথে অঙ্গনাড়ি কর্মী সহায়িকা, সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা , আর্য যুব সংস্থা, থাউজেন্ড সায়ন্তনর কর্মকর্তারাও সক্রীয় ভাবে রেলিতে অংশ গ্রহণ করেন। শহরের রাজপথে র্যালি চলাকালীন পথচারী ও গাড়ি চালক ও আরোহিদের মধ্যে নেশা মুক্ত ভারত অভিযানের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রত্র বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সম্মুখে রেলি সমাপ্ত হওয়ার পর অনুষ্ঠিত হয় পথ নাটক, এতে সংস্কৃতিকর্মী মিঠুন রায়ের নেতৃত্বে নেতাজি ছাত্র যুব সংস্থার শিল্পীরা তাঁদের অভিনয়ের মাধ্যমে প্রথমে কি ভাবে নেশায় আক্রান্ত হচ্ছে যুব সমাজ তা সুন্দর ভাবে তুলে ধরেন এবং নেশা গ্রস্ত দের কিভাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসা করে পুরোটাই সুস্থ হওয়া যায় তা সকলের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে দেখে কলকাতা থেকে শিলচর বই মেলায় আগত বিশ্বজ্যোতি চক্রবর্তী তাঁর নেশাগ্রস্ত জীবন কাটিয়ে কিভাবে পুনরায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার বাস্তব জীবনের অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরেন, অ্যাসিস্টেন্ট কমিশনার তথা ভারপ্রাপ্ত জেলা সমাজকল্যাণ অফিসার অঞ্জলি কুমারী তাঁর বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগে কাছাড় জেলায় নেশা মুক্ত ভারত অভিযানে বিভিন্ন কর্মসূচির তথ্য সকলের সামনে তুলে ধরেন এবং সকলের যৌথ প্রচেষ্টায় কাছাড় জেলাকে নেশা মুক্ত করার আহ্বান জানান। তিনি উক্ত অভিযানে অংশ গ্রহণ কারি সেচ্ছাসেবী সংগঠন গুলির ও প্রশংসা করেন।