বাহন থেকে সাড়ে চার কেজি রূপা বাজেয়াপ্ত ত্রিপুরা পুলিশের
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : বাহন থেকে সাড়ে চার কেজি রূপা বাজেয়াপ্ত করল ত্রিপুরার সোনামুড়া পুলিশ। বাহন রেখে পালালো পাচারকারিরা। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় সাড়ে চার কেজি রূপা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় সোনামুড়া থানার পুলিশ।বাজেয়াপ্ত রূপোর বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকার মত হবে। তবে এতে কোন ধরপাকড়ের খবর নেই।
এ মর্মে ওসি জয়ন্তকুমার দে সংবাদ মাধ্যমকে জানান, আগাম খবরের ভিত্তিতে শুক্রবার রাতে সোনামুড়া থানার এসআই সুনীল দেববর্মা দলবল নিয়ে সোনামুড়া-বক্সনগর সড়কের কড়ালিয়ামুড়া এলাকায় ওৎপেতে বসেন। এ রুট দিয়ে আসা বিশেষ একটি বাহনে পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে দ্রুত পালিয়ে গা ঢাকা দেয়।পরে গাড়িটি কর্ডন করে রাখে পুলিশ। শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি করলে গাড়ির সিটের নিচ থেকে নয়টি প্যাকেটে বিপুল পরিমান রূপা উদ্ধার হয়। বর্তমানে রূপা সহ গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে।