প্রাক্তন বিধায়ক প্রণবকুমার নাথকে সংবর্ধনা মানবধর্ম বিকাশ পরিষদের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : শ্রীভূমি জেলার প্রাক্তন বিধায়ক প্রণবকুমার নাথকে সংবর্ধনা জানালো বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ। শুক্রবার কানাইবাজারস্থিত মহারাজা কবি ভবনে দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক প্রণবকুমার নাথকে ঝাঁপি, গামছা, স্মারক ও শংসাপত্র প্রদান করেন পরিষদের চেয়ারম্যান মহারাজাধিরাজ উপাধি প্রাপ্ত বিশিষ্ট কবি-সাংবাদিক নীহাররঞ্জন দেবনাথ। এতে প্রণবকুমার নাথ বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ বর্তমান পৃথিবীতে এক পরিচিত নাম। মানবতার লক্ষ্যে মানুষের মধ্যে ঐক্য শান্তি সংহতি বিশ্ব মানবপ্রেম ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের বিকল্প নেই বলেন প্রণবকুমার নাথ।

প্রাক্তন বিধায়ক প্রণবকুমার নাথকে সংবর্ধনা মানবধর্ম বিকাশ পরিষদের
Spread the News
error: Content is protected !!