ড্রেনে নয়, পুরসভার আর্বজনার গাড়‌িতে ফেলার অনুরোধ দীপায়নের

ফাটক বাজারের জমা আর্বজনা পরিস্কারের কাজ সরেজমিনে দেখলেন বিধায়ক

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : শিলচর ফাটক বাজারের জমা আর্বজনা পরিস্কারের কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুক্রবার দুপুর ১টা থেকে ৩ টা অবধি শিলচর ফাটক বাজার এলাকার চারিদিকে থাকা নালা নর্দমা গুলোতে জমে থাকা আর্বজনা পরিস্কারের কাজ সহ এই এলাকার মানুষদের সমস্যার বিষয়ে সরেজমিনে এসে খতিয়ে দেখে কীভাবে সমস্যাগুলোর সমাধান করা যায় সেবিষয়ে ব্যবসায়ী ও জনগণ সহ বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বিশদভাবে আলোচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।

বিধায়ক জানান, এই জেলার সবক’টি পুরোনো ও বড় বাজার গুলোর মধ্যে অন্যতম বৃহৎ বাজার হলো ফাটক বাজার, এই বাজারের প্রত্যেকটি ড্রেনের কাজ অপরিকল্পিত ভাবে হয়েছে বিগত দিনের কংগ্রেস সরকার শাসনে, পরবর্তী সময়ে বিজেপি শাসিত শিলচর পুরসভা বোর্ডের নিরলস প্রয়াসের কারনে আজ প্রচুর অংশে জমা জল সহ আর্বজনা পরিস্কারের ক্ষেত্রে জনগণ নিস্তার পেয়েছেন। সেই সঙ্গে এই শিলচর পুরসভার অধীনে থাকা ৯ ও ১০ নম্ভর ওয়ার্ডের অধীনে এই ফাটক বাজার সংলগ্ন ড্রেনে সম্পূর্ণ জমা জল গুলো সিঙ্গির খাল হয়ে রাঙ্গিরখালে গিয়ে পড়ে, তাই যতদিন অবধি রাঙ্গিরখাল ও সিঙ্গিরখালের দুই পাশের গার্ড ওয়ালের কাজ সমাপ্তি হবে, ততদিন কিছুটা হলেও জমা জলের সমস্যা থাকবে,তাই তিনি ৯ ও ১০ নম্ভর ওয়ার্ডের প্রত্যেক নাগরিক তথা ব্যবসায়ীদের আর্বজনা গুলো ড্রেনের মধ্যে না ফেলে শিলচর পুরসভার আর্বজনার গাড়‌িতে ফালানোর অনুরোধ জানান।

ড্রেনে নয়, পুরসভার আর্বজনার গাড়‌িতে ফেলার অনুরোধ দীপায়নের

তিনি আরও বলেন, বর্তমান রাজ্য সরকার শিলচর শহর সহ ফাটক বাজারের ব্যবসায়ী তথা গ্ৰাহক সহ জনগণ কিভাবে আর্বজনা ও জমা জলের থেকে নিস্তার দিয়ে এক পরিস্কার রাখা এই বিষয়ে বিভিন্ন প্রকল্পের কাজ হাতে নিয়ে নিয়েছে এবং কাজও চলছে এবং আশা করা যায় শিলচর শহরের সাথে এই ফাটক বাজারেরও আরো উন্নত ঘটবে। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন শিলচর পুরসভার শিলচর ফাটক বাজারের ইনচার্জ পঙ্কজ সিং ও বাজারবাবু প্রবীর চৌধুরী, সুশান্ত পাল চৌধুরী, দুলাল পাল, হীরক চৌধুরী, রাজদীপ দাস সহ অন্যান্যরা।

ড্রেনে নয়, পুরসভার আর্বজনার গাড়‌িতে ফেলার অনুরোধ দীপায়নের

Author

Spread the News