বাখরশালে রাবার ভ্যালির গুদামঘরে আগুন, ব্যাপক ক্ষতি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : শ্রীভূমি জেলার বাখরশাল এলাকায় থাকা রাবার ভ্যালির গুদামঘরে সংঘটিত হল এক ভয়ানক অগ্নিকাণ্ড। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে অগ্নিকাণ্ডটি ঘটেছে।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় দু’টি দমকলের ইঞ্জিন। দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় কয়েক লক্ষাধিক টাকার রাবারের সিট। রাবারের সিট গুলো আগুন দিয়ে শুকাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। তবে সঠিক কোন কারণ জানা যায়নি।