শিশু অপহরণের চেষ্টা, যুবককে ধরে পুলিশে দিলেন ব্যক্তি
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : শিশু অপহরণে জড়িত এক যুবককে আটক করে পুলিশে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ি অধীন সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের। শুক্রবার দুপুরে জুনাইদ বড়ভূইয়া নামে বছর কুড়ির এক যুবককে আটক করে পুলিশে দিলেন শিশুটির বাবা রাজন হুসেন লস্কর। সংবাদ মাধ্যমে রাজন লস্কর জানান, গত ৫ নভেম্বর তাঁর ১৪ বছরের ছেলে সাদ্দিক হুসেন লস্করকে সন্ধ্যার একটু আগে বাড়ির পাশ থেকে একটি কালো রঙের অল্টো গাড়িতে তুলে অপহরণ করার চেষ্টা চালায় অজ্ঞাত লোকরা। গাড়িতে তুলে নেওয়ার সময় দরজা খুলে সাদ্দিক পড়ে যায়। এরপর দৌঁড়ে গিয়ে পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। হাল্লাচিৎকার হলে অল্টোটি পালায়। এরপর তিনি ঘটনার বিবরণ জানিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। কিছুদিন যাওয়ার পর তাঁর সন্দেহ হয় প্রতিবেশীর উপর। তিনি পুলিশকেও জানান। এরপর কিছুটা তথ্য প্রমাণ পেলে শুক্রবার জুনাইদকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছে তাকে ফাঁড়িতে নিয়ে যান।
রাজনবাবু জানান, ব্যবহৃত অল্টোটি কচুদরমে রয়েছে খবর পেলে পুলিশকে জানিয়েছেন। পুলিশ অল্টোটি উদ্ধার করেছে বলে জানান। তিনি আরও জানান, জুনাইদের সঙ্গে আরও দু’জন ছিল সেকথাও জানায়। তারা ঋণগ্রস্থ হয়ে যাওয়ায় এ কাণ্ড ঘটাতে চাইছিল বলে তিনি জানিয়েছেন।
