মাদক ব্যবসায় জড়িত শিক্ষক, গ্রেফতার

মাদক ব্যবসায় জড়িত শিক্ষক, গ্রেফতার

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : মাদক মামলায় এবার গ্রেফতার হলেন রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত পলডহর ক্লাস্টারের সিআরসিসি তথা শিক্ষক সুমেরু নাথ ওরফে সেবন নাথ। পুরনো একটি মাদক মামলার তদন্তে শিক্ষক সুমেরুর প্রত্যক্ষ যোগসাজশ থাকার সূত্রে বদরপুর পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে। বদরপুর থানার ওসি উত্তম অধিকারী মাদক মামলায় শিক্ষক সুমেরুকে গ্রেফতার করার কথা স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বাজারঘাট এলাকার দুই মাদক মাফিয়াকে বদরপুর পুলিশ আটক করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য লাভ করে পুলিশ। ফলে সেই সূত্র ধরেই সিআরসিসি সুমেরু নাথকে গ্রেফতার করে পুলিশ। আরও জানা যায়, পুলিশ এর আগে নাকি শিক্ষক সুমেরুর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছিল। কয়েকদিন আগে বিজয়া দশমীর দিন বাজারঘাট এলাকার কুখ্যাত এক মাদক মাফিয়াকে রাতাবাড়ি পুলিশ ফিল্মি কায়দায় গ্রেফতার করেছিল। এলাকার জনগণের মতে ওই ড্রাগস মাফিয়ার যাবতীয় কারবারের সঙ্গে শিক্ষক সুমেরু নাথের প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে।

মাদক ব্যবসায় জড়িত শিক্ষক, গ্রেফতার

সরকারি শিক্ষকতার আড়ালে মাদক ব্যবসা করে সুমেরু কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষক সুমেরু নাথ বাজারঘাট এলাকার মাদক মাফিয়াদের মূল পাণ্ডা বলে অনেকেই অভিযোগ করেছেন। সাধারণ যুবক-যুবতীদের পর এবার এক সরকারি শিক্ষক তথা সর্বশিক্ষা মিশনের সিআরসিসির মাদক মামলায় সরাসরি জড়িয়ে যাওয়ার ঘটনায় গোটা রামকৃষ্ণনগর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার এই কর্মকাণ্ড গোটা শিক্ষক সমাজের মাথা নত করে দিয়েছে বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন।

Author

Spread the News