সদরঘাটে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় আহত একজনের মৃত্যু

সদরঘাটে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় আহত একজনের মৃত্যু

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : শিলচর সদরঘাটের দ্বিতীয় সেতু থেকে নামার সময় ব্রেক ফেল হওয়া অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর আহত একজনের মৃত্যু ঘটল। বৃহস্পতিবার বিকেলে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন উধারবন্দের মিন্টু কর নামে আহত ব্যক্তি। এ ছাড়া এ দুর্ঘটনায় আরও দুইজন চিকিৎসারত রয়েছেন।  উল্লেখ্য, এ দিন সকাল ৯-৪৫ মিনিটে দুর্ঘটনাটি সংঘটিত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি ভর্তি ওয়েল ট্যাঙ্কার সেতু থেকে নামার সময় হঠাৎ ব্রেক ফেল হয়ে যায়। তখন চালক চিৎকার করে লোকজন সরতে বলেন। তখন কিছু লোক সরেও যান। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি একজন পথচারী সহ একাধিক অটোতে ধাক্কা মারে। ঘটনায় পথচারী মিন্টু কর গুরুতর আহত হন। স্থানীয়রা সঙ্কটজনক অবস্থায় তাঁকে শিলচর মেডিক্যালে পাঠান। এদিকে, অটোচালকও ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে যদিও বরাদ জোরে প্রাণে বেঁচে যান অটোতে বসা মহিলা যাত্রী। ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং আহত অটোচালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

সদরঘাটে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় আহত একজনের মৃত্যু

Author

Spread the News