ইজরায়েলি বাহিনীর বর্বর হামলা, হত ৫০

২০ নভেম্বর : ফিলিস্তিনে ইজরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিন বাড়ছে নিহত ও আহতের সংখ্যা। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইজরায়েলি হামলায় কমপক্ষে আরও ৫০ জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯৭২ জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইজরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯৭২ জনে পৌঁছেছে অবরুদ্ধ এই ভূখণ্ডে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৪ হাজার ৮ জন ব্যক্তিও আহত হয়েছেন।

Spread the News
error: Content is protected !!