জনজাতি গৌরব দিবস পালন বালিপিপলার রাঙামাটিতে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : রবিবার দিনভরব্যাপী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে জনজাতি গৌরব দিবস পালিত হল লোয়াইরপোয়া ব্লকের বালিপিপলা জিপির রাঙামাটিতে।কল্যাণ আশ্রম দক্ষিণ অসম প্রান্তের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।১৫ নভেম্বর বীর বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে মূলত এই দিবসটি উদযাপন করা হয়। জনজাতি অধ্যুষিত এলাকায় সপ্তাহদিনব্যাপী দিবসটি অতি সাড়ম্বরে পালন করা হয়। এই কার্যক্রম সম্পর্কে আয়োজকরা জানান, স্থানীয় জনজাতিরা মিলে রাঙামাটি শিববাড়িতে রবিবার ধরতি আবা ভগবান বিরসার স্মরণে এই অনুষ্ঠান করা হয়।
এদিনের কর্মসূচির সূচনাতে ভারত মাতা, বালাসাহেব দেশপাণ্ডে ও বিরসা মুণ্ডার অস্থায়ী প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্বলন করেন অল আসাম দক্ষিণ প্রান্ত কল্যাণ আশ্রমের সভাপতি জয়েন্ত হালাম সহ উপস্থিত অতিথিরা। এর আগে যথারীতি পূজার্চ্চনা অনুষ্ঠিত হয়। পরে জয়নাইরিল চরেইয়ের পৌরহিত্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে পর্যায়ক্রমে বক্তব্য পেশ করেন মাকুব চরেই, সমরলিন চরেই, নেইঙুলবুম চরেই প্রমুখ। এতে ভগবান বিরসার বৈপ্লবিক জীবনী নিয়ে আলোকপাত করেন অতিথিরা। তাছাড়া জনজাতি উন্নয়নে বিস্তর আলোচনা হয়। বক্তারা জনজাতিদের সামাজিক সাংস্কৃতিক বিষয়েও সারসংক্ষেপ মন্তব্য করেন। পরে জনজাতি সম্প্রদায়ের পরম্পরাগত নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এতে বেশকটি গ্রুপ অংশগ্রহণ করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল রাঙামাটির মেইলসানু মাগুরার জাসমিন গ্রুপ ও সবরি এলাকার লংবন গ্রুপ। শেষে শান্তিমন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির এসটি মোর্চার সভাপতি মুক্তা চরেই, মোর্চার জেলা সহ সম্পাদক লিন চরেই প্রমুখ। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন দামন্তিংঙির চরেই।
