নদীতে অভিযান বনকর্মীদের, বাজেয়াপ্ত বালু তোলার পাম্প
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : রূপাগ্রাম থেকে বালু তোলার অবৈধ পাম্প মেশিন বাজেয়াপ্ত করলেন দোহালিয়ার বনকর্মীরা। জানা গেছে দীর্ঘ দিন থেকে অবৈধ উপায়ে নদী থেকে মেশিন লাগিয়ে বালি উত্তোলন করে আসছিল অসাধু চক্র। এমন অভিযোগে অভিযান চালান দোহালিয়া বন বিভাগের কর্মকর্তারা।
রবিবার সকালে দোহালিয়া ফরেস্টের রেঞ্জকর্তা প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ বনকর্মী দিলোয়ার হোসেন সহ প্রটেকশন টিমের কর্মীরা রূপাগ্রামের সিংলা নদীতে হানা দিয়ে বালু তোলার কাজে ব্যবহৃত পাম্প মেশিনটি বাজেয়াপ্ত করে বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসেন। তবে এতে কোন ধর পাকড়ের খবর নেই। বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেঞ্জকর্তা।