১০ বছরে ত্রিপুরার প্রতিটি ক্ষেত্রেই উত্তরোত্তর বিকাশ সাধিত হয়েছে : সিন্ধিয়া
পিএনসি, আগরতলা।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : ত্রিপুরায় পৌঁছে কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আগরতলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। শুক্রবার বৈঠক শেষে সংবাদ মাধ্যমের কাছে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ডোনার মন্ত্রকের প্রায় সব প্রকল্প নিয়ে আলোচনা হয়| তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অঞ্চলের বিকাশে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, গত ১০ বছরে এই অঞ্চলের প্রতিটি ক্ষেত্রেই উত্তরোত্তর বিকাশ সাধিত হয়েছে| তিনি বলেন, ১০ বছর আগে, উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যেখানে ২৪ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল সেখানে গত ১০ বছরেরই ১ লক্ষ ৩ হাজার কোটি অর্থাৎ চারগুন বেশি বরাদ্দ হয়েছে| একইভাবে উত্তর-পূর্ব অঞ্চলের জন্য গ্র্যান্ট ইন-এইড বৃদ্ধি করে বর্তমানে হয়েছে ৬২,০০০ কোটি টাকা।
বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা, বিদ্যুতমন্ত্রী রতন লাল নাথ, খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প বানিজ্য প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, রাজ্য সভার সংসদ সদস্য রাজীব ভট্টাচার্য, ডোনার সচিব চঞ্চল কুমার, মুখ্যসচিব জে কে সিনহা সহ রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিব, অধিকর্তা সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন|ল
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ত্রিপুরার উন্নয়নে কেন্দ্রীয় সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং ডঃ মানিক সাহার নেতৃত্বাধীন সরকারকে সম্পূর্ণ সহায়তা করে যাচ্ছে। রাজ্য সরকারের কাজের প্রশংসা করে তিনি বলেন, এর ফলেই রাজ্য দ্রুত উন্নয়ন ঘটে চলেছে। রাজ্যের জিএসডিপি ৯০,০০০ কোটি টাকাযা পৌঁছেছে এবং জিডিপি- বৃদ্ধির হার ৯ শতাংশ পৌঁছেছে। একইভাবে মাথাপিছু আয় নতুন উৎসাহজনক উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। উত্তর পূর্বে সকল রাজ্যে উন্নয়নের গতি বেগবান হয়েছে, এই মন্তব্য করে তিনি বলেন, গত ৬০ বছরে উত্তর-পূর্বে ১০ হাজার কিলোমিটার জাতীয় মহাসড়ক নির্মাণ করা হয়েছিল। আর মোদী সরকার আসার পর কেবল গত দশ বছরেই এই অঞ্চলে ৫,৫০০ কিলোমিটার জাতীয় মহাসড়ক নির্মাণ করা হয়েছে।
স্বাধীনতার পর উত্তরপূর্বাঞ্চলে যেখানে মাত্র ১ টি রাজ্যে রেলের সুবিধা ছিল বর্তমানে গত ১০ বছরে তিনটি রাজ্য রেল পরিষেবা চলছে| তিনি আশা ব্যক্ত করে বলেন, আগামী ২ বা ৩ বছরে উত্তর পূর্বের সব রাজ্যে রেল চলবে। রেল মন্ত্রক এই রাজ্যগুলোতে ১৯ টি প্রকল্পের জন্য ৮২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে বলে তিনি জানান| তিনি বলেন, বিমান যোগাযোগেও প্রভূত উন্নতি হয়েছে| এই অঞ্চলে বর্তমানে ১৭টি বিমানবন্দর রয়েছে অথচ ১০ বছর আগে পর্যন্ত ৯টি বিমানবন্দর ছিল।
এ দিন আগরতলায় ভগবান বীরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী অনুষ্ঠানে তিনি অংশ নেন। এবং জনজাতি গৌরব দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, রাজ্য উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, সাংসদ কৃতি দেবী দেববর্মা, সাংসদ রাজীব ভট্টাচার্য প্রমুখ।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য অনেক কিছুই করা হয় নি। ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার আসার পর জনজাতিদের উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে তিনি কেবল আদিবাসীদের সম্পর্কে আলোচনাই করবেন না তাদের পূজাও করবেন।জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, প্রধানমন্ত্রী মোদিই প্রথম ভগবান বীরসা মুন্ডাকে বিশ্বমঞ্চে নিয়ে এসেছেন।
অনুষ্ঠানে জনজাতিদের জন্য ২২ কোটি ৭৮ লাখ টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অনুষ্ঠানে ত্রিপুরার সরকারের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক নির্দেশনায় রাজ্যেও জনজাতিদের কল্যানে কাজ করছে রাজ্য সরকার। সামাজিক, অর্থ নৈতিক, স্বাস্থ্য শিক্ষাগত বিভিন্ন দিকে কাজ করছে রাজ্য সরকার। তার প্রতিফলনও ঘটছে। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পেও কাজ করা হচ্ছে।