পাথারকান্দি বাইপাসে লরি-বাইকের সংঘর্ষ, হত ১, আহত ২
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল পাথারকান্দি বাইপাসে। বাইপাস সড়কের কোণাগ্রামে এলাকায় এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের। গুরুতর আরও দুই যুবক। শুক্রবার রাত নয়টা নাগাদ বাইক ও লরির সঙ্গে সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়।
জানা গেছে, লরি ও বাইকের সংঘর্ষে বাইক চালক সহ তিন আরোহী সড়কের উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারায় বাইকে থাকা সাগর রায় নামের এক যুবক। গুরুতর ভাবে আহত হয় বাইকের আরও দুই আরোহী। ঘটনার পর স্থানীয় জনগণ স্থানীয় পুলিশকে খবর পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত যুবকের দেহ সহ আহতদের উদ্ধার করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স করে হাসপাতালের পাঠিয়ে দেয়। আহত একজনের নাম বাপ্পা রায়। অন্যজনের নাম জানা যায়নি। তাদের কারও ঠিকানা জানা যায়নি।