বিশ্ববিদ্যালয় আন্তঃ মহাবিদ্যালয় ফুটবলে হার সোনাই কলেজের

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ আন্তঃ মহাবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে হাড্ডাহাড্ডি লড়াই হল থাংনকবে কলেজ এবং ডিফু গভর্নমেন্ট কলেজের মধ্যেকার ম্যাচে। শুক্রবার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর ম্যাচ টাইব্রেকারে গড়ায়। পরে ম্যাচের ফয়সালা হয় সাডেন ডেথে। ম্যাচটা সাডেন ডেথে ৭-৬ গোলে বাজিমাত করে থাংনকবে কলেজ। নির্ধারিত সময়ে তাদের রাহুল হাজরিকা ২৩ মিনিটে গোল করেন। আর, ২৯ মিনিটে সমতা ফেরান ডিফুর রবিন থাপা।
বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্স মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে পয়লাপুলের নেহরু কলেজ কাটাখালের এসসি দে কলেজকে ৫-১ গোলে উড়িয়ে দেয়। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেছেন রানজাওল মার। এছাড়া লালথুপাক মার, স্যামুয়েল মার ও টিফেক মার একটি করে গোল করেন। এস সি দে কলেজের হয়ে মহম্মদ মাসুম আহমদ এক গোল শোধ করেন।

এদিকে, প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে কালাইনের সত্যরঞ্জন কলেজের বিরুদ্ধে হারল সোনাই মাধব চন্দ্র দাস কলেজ। সত্যরঞ্জন কলেজ সোনাইয়ের কলেজকে হারায় ২-০ গোলের ব্যবধানে। সত্যরঞ্জন কলেজের রাহুল আমিন লস্কর ও মনোজ কর্মকার গোল দু’টি করেন।

বিশ্ববিদ্যালয় আন্তঃ মহাবিদ্যালয় ফুটবলে হার সোনাই কলেজের
Spread the News
error: Content is protected !!